শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৩৭ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার বিজিবির

৩০ দিনে ২৮২ চোরাকারবারি গ্রেফতার

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

গত ৩০ দিনে ৩৭ কোটি টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সময়ে গ্রেফতার করা হয়েছে ২৮২ জন চোরাকারবারিকে। গতকাল বিজিবির সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুন মাসে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৩৬ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫,৮৯,৩৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০,০৩১ বোতল ফেনসিডিল, ৩,৮২৫ বোতল বিদেশি মদ, ৩৬০ ক্যান বিয়ার, ১,৪১৬ কেজি গাঁজা, ১ কেজি ২১০ গ্রাম হেরোইন, ২৬,৬৮৭ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ৩টি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা ও ৬৭টি মোটর সাইকেল। এছাড়া বিজিবি এই সময়ে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে। এগুলোর মধ্যে রয়েছে, ১টি বন্দুক, ১টি এলজি ও ৩ রাউন্ড গুলি। বিজিবি সূত্রে জানা গেছে, এসব চোরাচালান, মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধারের সময় ২৮২ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিককে আটক করে পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন