শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৪২ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ

চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

করোনার মধ্যেও দেশের প্রধান সমুদ্র বন্দর ভিত্তিক সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে প্রায় ৪২ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে। করোনার কারণে লক্ষ্যমাত্রা অর্জন করা না গেলেও রাজস্ব আহরণের হার ভাল বলছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। মঙ্গলবার অর্থবছরের শেষ দিন পর্যন্ত ৪১ হাজার ৭৬৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়। তবে পরিপূর্ণ হিসাব পেতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানান কর্মকর্তারা। সদ্যসমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৫৮ হাজার ২৯৮ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। তার আগের অর্থবছরে রাজস্ব আদায় হয় ৪৩ হাজার ৫৭৭ কোটি টাকা।

কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, গেল জানুয়ারি পর্যন্ত রাজস্ব আহরণের হার স্বাভাবিক ছিলো। তবে এরপর থেকে করোনার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। তাছাড়া এবার অর্থবছরের শুরু থেকেই বিশ্ববাজারে বেশকিছু পণ্যের দাম পড়ে যায়। তার প্রভাব পড়ে রাজস্ব আহরণে। আবার গাড়িসহ উচ্চ শুল্কের কিছু পণ্য মংলা বন্দরে খালাস হয়। তবে বিশ্বব্যাপী করোনা মহামারীতেও রাজস্ব আদায় ভাল হয়েছে বলে মনে করেন কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন