৭০ পেরিয়ে গেলো কাপ্তাইয়ে করোনা ভাইরাস রোগীর সংখ্যা। দিন,যাত যায় সর্বত্র লোকের মাঝে আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার(২জুলাই) সকালে চট্রগ্রাম সিভাসু এবং বিআইটিআইডি হতে আসা রির্পোট কাপ্তাইয়ে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক জাতীয় দলের ফুটবলার বিপল্ব মারমা এবং তার স্ত্রী সহ সর্বমোট ৬জনের করোনা পজেটিভ এসেছে বলে জানান,কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি। আক্রান্তদের মধ্যে ২জন পুলিশ সদস্য যারা কাপ্তাই পুলিশ ফাঁড়ির এবং কাপ্তাই থানায় কর্মরত আছেন। এ ছাড়া কাপ্তাই ২৬ বছর বয়সী এক মহিলা ও ২৪ বছর বয়সী কেপিএম বারঘোনা এলাকার এক যুবকের করোনা পজেটিভ আসে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্বিচত করেছেন। একিকে করোনা আক্রান্ত কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান,করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের অন্য লক্ষন না থাকায় তারা থানা ও ফাঁড়িতে আইসোলোশনে থেকে চিকিৎসকের পারামর্শে চিকিৎসা নিচ্ছেন। এদিকে কাপ্তাই উপজেলায় এ যাবৎ করোনা আক্রান্ত হয়েছেন ৭৪জন এবং সুস্থ হয়েছেন ২৭জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন