বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বন্ধ হয়ে গেল ফ্রান্সের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

ফ্রান্সের ফেসেনহাইমে বন্ধ করে দেয়া হয়েছে দেশটির সবচেয়ে পুরনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ওইদিন বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ও সর্বশেষ চুল্লি বন্ধ করে দেয়া হয় বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত পাওয়ার কোম্পানি ইডিএফ। এর আগে প্রথম চুল্লিটি বন্ধ করা হয়েছিল ফেব্রুয়ারিতে। জার্মানি ও সুইজারল্যান্ড সীমান্তের কাছে রাইন নদীর পাশে ফেসেনহাইমে এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছিল ১৯৭৭ সালে। এর পর থেকে ওই অঞ্চলের স্থানীয় অর্থনীতি গঠনে বিদ্যুৎকেন্দ্রটি চার দশক ধরে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। কিন্তু কেন্দ্রটি নিয়ে ফ্রান্সের প্রতিবেশী দেশগুলোর বরাবরই আপত্তি ছিল। বিশেষ করে ২০১১ সালে জাপানের ফুকুশিমা দুর্ঘটনার পর এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র হতে থাকে। অবশেষে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ করার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডের আন্দোলনকারীরা। ম‚লত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও ফেসেনহাইমের এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু চ‚ড়ান্তভাবে ২০১৮ সালে রাইন নদীর তীরে এ বিদ্যুৎকেন্দ্র বন্ধের সবুজ সংকেত দেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন