বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জ্যোর্তিময় সরকার হলেন সিলেট মেট্রোপুলিশের মুখপাত্র

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ৯:৪০ পিএম

সিলেট মহানগর পুলিশের মুখপাত্রের (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) দায়িত্ব পেয়েছেন জ্যোতির্ময় সরকার, পিপিএম।আজ বৃহস্পতিবার দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। জ্যোতির্ময় সরকার বর্তমানে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন অতিরিক্তভাবে মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের দায়িত্বও পালন করবেন তিনি। এসএমপি জানায়, বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা জ্যোর্তিময় সরকারের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে। শাহজালল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এ মেধাবী পুলিশ অফিসার। ২০১২ সালে যোগ দেন বাংলাদেশ পুলিশে তিনি। সিলেট নগরীতে বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, চুরি, ছিনতাই রোধকল্পে অগ্রণী ভূমিকা পালন এবং রাজনৈতিক সহিংসতা দমনে সাহসিকতার জন্য ২০১৮ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেছিলেন এ চৌকর্স কর্মকর্তা। জ্যোর্তিময় সরকার পূর্বে সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা), সার্কেল এএসপি (জকিগঞ্জ), সহকারী পুলিশ কমিশনার (মোগলাবাজার), সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা), অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন