শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে বামজোটের মানববন্ধন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০২ এএম

পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে যশোরে বাম জোট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ব্যক্তি দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, অসাধু কর্মকর্তাদের জন্যে বাংলাদেশের পাটকলগুলো ক্ষতির মুখে পড়েছে। এক হাজার কোটি টাকায় পাটকলগুলোকে আধুনিকায়ন করা যায় অথচ তা না করে এই কলগুলোকে ৬ হাজার কোটি টাকা খরচ করে বিরাষ্ট্রীয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বার্থান্বেষীমহল পাটকলগুলো ব্যক্তি মালিকানায় তুলে দিয়ে শ্রমিক শ্রেণিকে বিপদের মধ্যে ফেলে দিতে চায়। সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে। ফলে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পাটকল বন্ধ না করে ১ হাজার কোটি টাকা দিয়ে আধুনিকায়ন করার দাবি জানান তারা। 

বাম গণতান্ত্রিক জোট যশোরে সমন্বয়ক এবং ইউনাইটেড কমিউনিস্ট লীগ যশোরের সম্পাদক তসলিমুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি অ্যাড. আবুল হোসেন, বাসদ নেতা আলাউদ্দিন ও ইউসিএলবির নেতা কামাল হাসান পলাশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন