শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢামেকের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১৬জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০১ এএম

গত ২৪ঘন্টায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঢামেকের করোনা ইউনিটে ১৬জন মৃত্যুবরন করেছেন। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু হয়েছে। অন্যান্যরা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন।
ঢামেক সূত্রে জানা গেছে, করোনা রোগীদের চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ চিকিৎসাধীন অবস্থায় ২১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২ এপ্রিল থেকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে এবং পরবর্তীতে ১৬ মে থেকে ঢামেক-২ হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হয়।
গত ১ জুলাই পর্যন্ত হাসপাতালে মোট ৩ হাজার ৯০৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৩২ জন এবং মহিলা এক হাজার ৪৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৫৮০ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, করোনা ইউনিটে কোভিড-১৯ পজিটিভ রোগী ছাড়া উপসর্গ আছে এমন রোগী, নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, শিশু বিভাগের রোগীরাও চিকিৎসা পাচ্ছেন।
এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা দেয়া হয়। তাই অনেক সাধারণ রোগী আছে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ মুহুর্তে ঢামেকে আসেন। যখন আসে তখন চিকিৎসকদের আর কিছু করার থাকে না।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এমন দাবি করলেও করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর স্বজন, মৃত রোগীর স্বজনরা ভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। এখানে আসা গুরুত্বর অসুস্থ অনেক রোগী সময়মতো সেবা পাননা বলেও কেউ কেউ অভিযোগ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন