শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুরে আইসোলেশনে করোনা উপসর্গে দুজনের মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১১:৪৪ এএম

জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ইউনিটে দু'জনের মৃত্যু হয়েছে। মৃত দু'জনই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা।

শুক্রবার সকাল ১০টার পর অল্প কিছু সময়ের ব্যবধানে দু'জনের মৃত্যু হয়।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম মিয়াজি(৭১)।

অপরদিকে একই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ফরিদগঞ্জ উপজেলার শ্রী কালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহের (৬০)।

চাঁদপুর সদর হাসপাতাল সূত্র জানায়, করোনা উপসর্গে মৃত নুরুল ইসলাম মিয়াজী ও আবু তাহের এর নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় তাদেরকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন