শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলকে মোকাবেলায় এক হওয়ার ঘোষণা দিল হামাস-ফাতাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ৩:২৫ পিএম

গাজা শহরে জাতীয় পরিকল্পনা নির্ধারণের জন্য আয়োজিত যৌথ সভায় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ নির্বাহী খালেদ আল-বাশত (ডান থেকে দ্বিতীয়), হামাস কর্মকর্তা খলিল আল-হাইয়া (বাম থেকে চতুর্থ), আল ফাতাহ আন্দোলনের নেতা ইমাদ আল-আগা (ডান থেকে চতুর্থ) এবং অন্যান্য দলের প্রতিনিধিরা


অস্ত্রের মুখে ফিলিস্তিনের পশ্চিম তীরে ভূমি দখলের সাম্প্রতিক পরিকল্পনায় ইহুদিবাদী ইসরাইলের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর প্রায় সব শক্তিধর রাষ্ট্রই। বেশিরভাগ দেশই ইসরাইলকে এই পরিকল্পনা থেকে সরে আসতে বলেছে। তবে ফিলিস্তিনের দুই সশস্ত্র সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ইসরাইলকে মোকাবেলায় এতদিন ঐক্যবদ্ধ হতে পারছিল না। অবশেষে গতকাল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা বহুল আকাঙ্ক্ষিত সেই ঐক্যের ঘোষণা দিয়েছে।

কনফারেন্সে অংশ নেয়া দুই দলের শীর্ষ নেতারা যে কোনো উপায়ে ইসরায়েলের ভূমি দখলের চেষ্টাকে ঠেকিয়ে দেয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, সাম্প্রতিক ইতিহাসে যেটা বিরল। এই ঐক্যের ঘোষণার পর সাধারণ ফিলিস্তিনিরা উজ্জীবিত হয়ে উঠেছেন। বিশ্লেষকরাও এমন ঐক্যকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। এ বিষয়ে ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরিল রাজুব বলেন, ইসরাইলের পক্ষ থেকে আসা যে কোনো চ্যালেঞ্জকে আমরা হামাসের পাশাপাশি থেকে মোকাবেলা করতে চাই। এ বিষয়ে আমরা শতভাগ একমত হয়েছি। ইহুদিবাদী ইসরাইলের ভূমি দখল ঠেকাতে এই ঐক্যকে যে কোনো উপায়ে অটুট রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধ কণ্ঠে এটা ঘোষণা দিতে চাই, প্রেসিডেন্ট মাহদুদ আব্বাস ইসরাইলকে প্রতিরোধের এই ঘোষণা সমর্থন করেছেন।

হামাস নেতা সালেহ আল আরুরি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলকে এই বার্তা দিতে চাই, ফিলিস্তিনি জনগন তাদের সব দখল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে প্রস্তুত। আমাদের এই ইস্পাতকঠিন ঐক্য ইসরাইলকে রুখে দেয়ার জন্য যথেষ্ট। এখন থেকে কোনো দখল পরিকল্পনাকে বিন্দুমাত্র ছাড় দেবে না ফিলিস্তিনের জনগন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
করিম ৩ জুলাই, ২০২০, ৫:৫৭ পিএম says : 0
ঐক্য চিরজীবি হোক
Total Reply(0)
M ARashid ৪ জুলাই, ২০২০, ৮:৪৫ এএম says : 0
Right
Total Reply(0)
Dr.Abu Taher ৪ জুলাই, ২০২০, ৯:২২ পিএম says : 0
সময়োপযোগী সিদ্ধান্ত
Total Reply(0)
Dr.Abu Taher ৪ জুলাই, ২০২০, ৯:২২ পিএম says : 0
সময়োপযোগী সিদ্ধান্ত
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন