বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনে অবাধ যাতায়াত বন্ধে নতুন ইমিগ্রেশন বিল অনুমোদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ৬:৩৪ পিএম

নতুন ইমিগ্রেশন বিলের অনুমোদন দিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। এতে বেক্সিটের অন্যতম একটি উদ্দেশ্য ইইউ'র সাথে অবাধ যাতায়াত বন্ধের পথে যুক্তরাজ্য আরও এক ধাপ এগিয়ে গেল।

ক্ষমতাসীন করজারভেটিভ পার্টি এক টুইট বার্তায় জানিয়েছে, ‘আমরা অবাধ যাতায়াত বন্ধের দ্বার প্রান্তে এসেছি’। এই বিলের মাধ্যমে এটি নিশ্চিত হবে যে, যারা ব্রিটেনে আসবেন, তারা দক্ষতার ভিত্তিতে আসবেন। কোন অঞ্চল থেকে আসছে এর উপর নির্ভর করে নয়।
জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) রাতে হাউজ অব কমন্সে এই বিলের পক্ষে ভোট পড়ে ৩৪২টি আর বিপক্ষে পড়ে ২৪৮ ভোট। এখন বিলটি যুক্তরাজ্যের সংসদের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসের অনুমোদনের অপেক্ষায় থাকল।

প্রসঙ্গত, হাউজ অব লর্ডসে সংখ্যাগরিষ্টতা লাভ করলে এটি আইনে পরিণত হবে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউর বাইরের দেশের নাগরিকরা ব্রিটেন বসবাস এবং কাজের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন