শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী ব্র্যান্টন ট্যারেন্টের শুনানি ২৪ আগস্ট শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ১:০২ পিএম

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় অভিযুক্ত ব্র্যান্টন ট্যারেন্টের শুনানি আগামি ২৪ আগস্ট শুরু হবে। এ বছরের শুরুতে ৫১টি হত্যার অভিযোগে তাকে অভিযুক্ত করেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে ৪০টি আলাদা আলাদা হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। -আল জাজিরা
তার বিরুদ্ধে এছাড়াও একটি সন্ত্রাসবাদের অভিযোগও রয়েছে। বিচারপতি ক্যামেরুন মেন্ডার জানিয়েছেন এই শুনানির মেয়াদ হবে ৩ দিন। তবে প্রয়োজনে আরও সময় নেয়া হবে। ২০১৯ সালের ১৫ মার্চ থেকে পুলিশি হেফাজতে আছে ট্যারান্ট। এদিনই সে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালায়। সে পুরো হামলার দৃশ্য ফেসবুকে লাইভ করে ।

এই ঘটনার পর বদলে গেছে নিউজি ল্যা ন্ডের রাজনৈতিক প্রেক্ষাপট। ক ড়াক ড়ি করা হয়েছে অস্ত্রের ব্যবহার। ফেসবুকও তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বদলাতে বাধ্য হয়েছে । এই ঘটনায় নিহত হন ৫১ জন। যাদের ৫ জন বাংলাদেশী। এই দুই মসজিদের একটি আল নূরে সেদিন জুমার নামাজ পড়তে যাবার কথা ছিলো নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন