বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা থেকে বাঁচতে সোনার মাস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক পরা অনেক দেশেই বাধ্যতামূলক করা হয়েছে। অফিস-আদালত, হাট-বাজার-শপিং মল তথা সর্বত্র মাস্ক পরাটাই এখন সাধারণ বিষয়। অনেকেই মাস্কে ডিজাইন করছেন, আনছেন অভিনবত্বও। কিন্তু সব ছাপিয়ে এখন সকলের মুখে মুখে একজনেরই নাম শোনা যাচ্ছে। ভারতে পুনে জেলার পিম্পরি-ছিনছওয়াডের বাসিন্দা শংকর কুরাদে। করোনার সুরক্ষা কবচ হিসেবে নিজেই তৈরি করে ফেললেন সোনার মাস্ক! এই বাজারে যার মূল্য ২ লাখ ৮৯ হাজার টাকা। সোনার মাস্ক তৈরি করে শহরে বেশ সাড়া ফেলে দিয়েছেন এই গোল্ড ম্যান! শুধু যে মুখেই মাস্ক পড়েছেন তা নয়, গলাতেও রয়েছে মোটা সোনার চেন। হাতের প্রতিটি আঙ্গুলেই রয়েছে সোনার আংটি! তার এই সোনার মাস্ক পরা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। মাস্কটি সোনার তৈরি হলেও পাতলা। মাস্কের মধ্যে কিছু সূক্ষ্ম ছিদ্র রয়েছে, যার ফলে শ্বাস-প্রশ্বাসে কোনও অসুবিধা হয় না। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন