বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইল পশ্চিম তীর দখল করলে তৃতীয় ইন্তিফাদা শুরু করব: ফিলিস্তিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১০:০১ এএম

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর দখলে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করলে ফিলিস্তিনি জনগণ তৃতীয় ইন্তিফাদা গণআন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের উপদেষ্টা নাবিল শাস।

ফাতাহ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা ও মাহমুদ আব্বাসের উপদেষ্টা নাবিল শাস শনিবার এক বক্তব্যে বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছি। পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করে নিলে ফিলিস্তিনিরা ‘ইন্তিফাদা’ গণআন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নাবিল শাস বলেন, বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলোর উচিত ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যক্ত করা।

আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূমি নিজের অন্তর্গত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। গত ১ জুলাই এ পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল; কিন্তু আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেল আবিব।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন