শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাটোর উত্তরা গণভবনে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১০:৪৭ এএম

আজ রবিবার রাত দশটার ইংরেজি সংবাদের পর বিটিভিতে পুনঃপ্রচার করা হবে ২০১৪ সালের সেপ্টেম্বরে নাটোরে ধারণ করা ইত্যাদির পর্ব। পর্বটি ধারণ করা হয় একসময় দিঘাপতিয়া রাজবাড়ি হিসেবে পরিচিত বর্তমানে ‘নাটোরের উত্তরা গণভবনে’। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। একজন হতদরিদ্র শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দেলোয়ার হোসেনের জীবন সংগ্রামের উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমের উৎপাদন ও সম্ভাবনা নিয়ে রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। এছাড়াও মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যিনি নিজেকে কখনোই প্রতিবন্ধী মনে করেন না। দৃষ্টি প্রতিবন্ধি হওয়া সত্ত্বেও আবুল বাশার দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের মতই খুব সহজে দৈনন্দিন কাজগুলো করে থাকেন। এছাড়া একটি লালনগীতি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। গানটি ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্নস্থানে চিত্রায়ন করা হয়। রয়েছে নাটোরের বিভিন্ন ঐতিহ্য নিয়ে আঞ্চলিক ভাষায় রচিত সঙ্গীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নাচ।‘ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে নাটোর ও দিঘাপতিয়া রাজবাড়িকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের দিয়ে করা হয় ২য় পর্ব। এছাড়াও ছিল মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। এছাড়াও এবারের ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন