শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মাস্ক না পরায় ওয়ারীতে ৬ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:৩৩ পিএম

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ঢাকায় ৩০টি মামলা ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে রয়েছে ওয়ারী এলাকার ৬ জন, যারা লকডাউনেও মাস্ক না পরে ঘোরাঘুরি করছিলেন।

শনিবার দিনব্যাপী ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। করোনার সংক্রমণ বেশি হওয়ায় ৪ জুলাই থেকে লকডাউন চলছে ওয়ারীর বিভিন্ন এলাকায়।

এক প্রেস বার্তায় ডিএমপি জানায়, মতিঝিল বিভাগে মাস্ক ব্যবহার না করায় ৪ জন ব্যক্তিকে ৪০০ টাকা, ওয়ারী বিভাগে ৬ জন ব্যক্তিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও গুলশানে বিভাগে ৫টি দোকান ও ১৫ জন ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ৩০টি মামলায় ৫টি দোকান ও ২৫ জন ব্যক্তিকে মোট ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

করোনার সংক্রমণ ঠেকাতে নগরবাসীকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন