শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজার শহরে কন্টাক্ট ট্রেসিং ফলপ্রসূ প্রমাণিত, কমছে করোনা সংক্রমণ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ৩:১৬ পিএম | আপডেট : ৩:২৪ পিএম, ৫ জুলাই, ২০২০

করোনা সংক্রমন রোধে কন্টাক্ট ট্রেসিং ফলপ্রসূ প্রমাণিত হচ্ছে। এর কারণে দিন দিন কক্সবাজার পৌর শহরে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা কমে আসছে। গত এক সপ্তাহে প্রায় সাড়ে ৪’শ করোনা আক্রান্ত ব্যক্তির এভাব তথ্য সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও তথ্য সংগ্রহ করে করোনা পরীক্ষা এবং আইসোলেশনে রাখা হয়েছে। যা সম্ভব হয়েছে স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের কারণে এমনটা’ই মনে করছেন বিশেষজ্ঞরা।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা শনাক্তে সর্বনিম্ন রেকর্ড হয়েছে। যা এযাবতকালের জন্য একটি দৃষ্টান্ত।

শনিবার (৪ জুলাই) ১৬৪ স্যাম্পল টেস্টের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১৩ জনের। তাও কক্সবাজার জেলায় ৯ জন। বাকি ৪ জন পার্বত্য জেলা বান্দরবানের।

শনিবার জেলায় নতুন শনাক্ত ৯ জনের মধ্যে কক্সবাজার সদর ৪ জন, টেকনাফ ৪ জন এবং উখিয়া ১ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব সূত্রে এই তথ্য জানা গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন