মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ৫:৩৪ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে না। অপরদিকে মেডিকেল কলেজ ও সরকারি বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহ না করেই অনৈতিকভাবে বিল গ্রহণ করা হচ্ছে এবং উন্নতমানের যন্ত্রপাতির মূল্য গ্রহণ করে নি¤œমানের ও নকল যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। আজ রোববার এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।
তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালে বাংলাদেশের স¦াস্থ্যখাত ভেঙে পড়েছে। ঢাকা মেডিকেলের ডাক্তারদের খাবার বিলের ঘটনা আমাদের দেশের জন্য লজ্জাজনক। এর দায়-দায়িত্ব সরকার কোনভাবেই এড়াতে পারে না। সরকারি পৃষ্ঠপোষকতায় ঠিকাদারদের সিন্ডিকেট চক্র খাবারের বিল নিয়ে সীমাহীন দুর্নীতি করছে। এ সিন্ডিকেটকে ভাঙ্গতে না পারলে দুর্নীতির করাল গ্রাস থেকে জাতি মুক্তি পাবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন