মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বসুন্ধরা কিংসের ‘না’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ৭:৩৯ পিএম

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা এএফসি কাপের আয়োজক হচ্ছেনা ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বসুন্ধরা কিংস। তারা এএফসি কাপের আয়োজক হতে আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে। তথ্যটি রোববার নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন,‘আমরা আবেদন করছি না। অতিরিক্ত ঝামেলা মাথায় নেয়ার চেয়ে দলের অনুশীলনে মনসংযোগ দেয়াটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই এএফসি কাপের আয়োজক হতে আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছি।’

করোনা দুর্যোগে স্থগিত থাকলেও এএফসি কাপের ম্যাচ ফের মাঠে গড়াচ্ছে আগামী অক্টোবরে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ঘোষিত নতুন সূচী অনুযায়ী টুর্নামেন্টের ‘ই’ গ্রুপের বাকি দশ ম্যাচ হবে ২৩, ২৬ , ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। প্রতিদিন দু’টি করে খেলা হবে। ‘ই’ গ্রুপে আছে তিন দেশের ৪ দল। বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সব ম্যাচই হবে সেন্ট্রাল ভেন্যুতে এই সিদ্ধান্ত আগেই নিয়েছে এএফসি। খেলা সামনে রেখে ৩ জুলাই এই চার ক্লাবকে চিঠি দেয় এএফসি। তারা আয়োজক হবে কিনা তা জানতেই এ চিঠি। চিঠিতে বলা হয়, যারা আয়োজন করতে চায় তাদের ১৭ জুলাইর মধ্যে আবেদন করতে হবে। তবে আগে থেকেই বসুন্ধরার আয়োজক হওয়ার আগ্রহ কম ছিল। তারপরও এএফসির চিঠি পাওয়ার পর দোটানায় ছিল, আবেদন করবে কি না তা নিয়ে। অবশেষে শনিবার রাতে নিজেরা বসে ক্লাবটির কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, আয়োজক হওয়ার ঝামেলায় তারা যাবেন না।

এএফসি কাপে বসুন্ধরা কিংসের বাকি পাঁচ ম্যাচ ২৩ অক্টোবর মাজিয়ার বিপক্ষে, ২৬ ও ২৯ অক্টোবর চেন্নাই সিটি এফসির বিপক্ষে এবং ১ ও ৪ নভেম্বর টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন