শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ৩শ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ৭:৪৯ পিএম

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক বিশেষ অভিযানে ৩শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ- পিপিএম জানান, আজ সকালে জয়পুরহাট সদরের হিচমী বাজার এলাকায় র‍্যাবের অভিযানে ৩শ বোতল ফেন্সিডিল,১ টি পিকআপ, ১১ টি প্লাস্টিকের খালি ড্রাম, নগদ ১ হাজার টাকা,২টি মোবাইল সেট,২টি সিমকার্ডসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষনপুর গ্রামের তহুবর রহমানের পুত্র মমিনুর ইসলাম(৪৩) ও বিরামপুর উপজেলার অচিন্তপুর চাপড়াবাজার গ্রামের ওয়াকিল সরকারের পুত্র সুজন সরকার(২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খালি ড্রামের মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় উক্ত অবৈধ মাদকদ্রব্য দিনাজপুর জেলার বিরামপুর থেকে জয়পুরহাট হয়ে সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিল এবং ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট উক্ত পিকআপযোগে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন