বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে দাওয়াতে ইসলামির ৩ দিনের ইজতিমার ব্যাপক প্রস্তুতি

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কারো মতবাদ নয়, কোরআন ও সুন্নত প্রচারের সংগঠন দাওয়াতে ইসলামির উদ্যোগে ১০ ফেব্রুয়ারি হতে চট্টগ্রামে ৩ দিনের সুন্নতেভরা ইজতিমা গত বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় অর্ধশত একর জমির উপর ব্যাপক প্রস্তুতি চলছে বিশাল ইজতিমা প্যান্ডেল। এতে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মুসল্লিগণ নিচ্ছেন প্রস্তুতি। জিম্মাদারগণ ইতোমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলা হতে ইজতিমাতে আসার উদ্দেশ্যে বাস, ট্রেনসহ নানা ধরনের যানবাহন বুকিং দিয়েছেন। লাখো লোক সমাগম হবে এই ইজতেমায় বলে আশা করা যায়। ইজতিমার উদ্দেশ্য নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের প্রচেষ্টা দাওয়াতে ইসলামি বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে নেকির দাওয়াতকে পৌঁছে দিচ্ছে। ফলে অগণিত পথহারা পথের দিশা পাওয়ার সাথে সাথে ইলমে শরিয়ত ও ইলমে ত্বরিক্বতের দিক্ষায় দিক্ষিত হচ্ছে। ইজতিমা শেষে অসংখ্য আশিকানে রাসূল মাদানি ক্বাফিলায় ৯২ দিন, ১ মাস, ১২ দিন এবং ৩ দিনের জন্য সফর করবে। এছাড়া, সহীহ্ শুদ্ধরূপে পবিত্র কোরআন তিলাওয়াত, নামাজ, ওযু, গোসল, জানাজা নামাজ ইত্যাদি শিক্ষার জন্য তারবিয়্যাতি কোর্সেরও ব্যবস্থা রেখেছে দাওয়াতে ইসলামি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন