বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেজিডিসিএল’র অভিযান : পতেঙ্গা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে ২টি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : পতেঙ্গা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে গত মঙ্গলবার কেজিডিসিএল আকস্মিক অভিযান চালিয়ে জেএমএস গার্মেন্টসের অনুমোদিত ১৫০ কেজি এবং ৫০০ কেজি বয়লারের পরিবর্তে অননুমোদিতভাবে ২ টন ক্ষমতাসম্পন্ন বয়লার স্থাপন এবং উক্ত বয়লারে মিটার বাইপাস করে গ্যাস ব্যবহার করার কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে একই এলাকায় মরডিস বাংলাদেশ লিঃ নামে একটি প্রতিষ্ঠান অনুমোদিত ৩০০ কেজির একটি বয়লারের পরিবর্তে অননুমোদিত ভাবে ২.৫ টন ক্ষমতাসম্পন্ন তিনটি বয়লার স্থাপন করে মিটার বাইপাস করে গ্যাস ব্যবহার করার কারণে উক্ত প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুইটি প্রতিষ্ঠাানের গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময় কেজিডিসিএল-এর উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়-দক্ষিণ) প্রকৌঃ সারোয়ার হোসেন, শামসুল করিম ব্যবস্থাপক, আবদুল আলিম ব্যবস্থাপক, প্রকৌ: প্রজিত বড়–য়া উপ-ব্যবস্থাপক, প্রকৌ: নাজিমোদ্দৌলা এবং রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের মহাব্যবস্থাপক, নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন