বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত ২৫, সর্বমোট আক্রান্ত ৫৮৪

করোনা উপস্বর্গ নিয়ে মান্দা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ২:৫২ পিএম

নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় ১ চিকিৎসক ও ২ নার্সসহ মোট ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মান্দা উপজেলা চেয়ারম্যান স ম জসিমুদ্দিন করোনা উপস্বর্গ নিয়ে মৃত্যু বরন করেছেন। তাঁর নমুনা মৃত্যুর আগেই সংগ্রহ করা হয়েছে।
২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে রয়েছেন নওগাঁ সদর উপজেলায় ২ নার্সসহ ৭ জন, সাপাহার উপজেলায় ১ চিকিৎসকসহ ৫ জন. মহাদেবপুর উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ৩ জন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮৪ জন-এ।
গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৮১ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, রানীনরগর উপজেলায় ৫ জন, আত্রাই উপজেলায় ১১ জন, মহাদেবপুর উপজেলায় ১২ জন, মান্দা উপজেলায় ৫ জন, বদলগাছি উপজেলায় ১২ জন, পত্নীতলা উপজেলায় ৩১ জন, ধামইরহাট উপজেলায় ৪২ জন, নিয়ামতপুর উপজেলায় ১ জন, সাপাহার উপজেলায় ৩৫ জন এবং পোরশা উপজেলায় ৬ জন।
এ সময় মোট ছাড়পত্র দেয়া হয়েছে ১২৭ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১৭৪১ জন। এই সময়ে সুস্থ্য রোগির সংখ্যা ৪৩ জন এবং এ পর্যন্ত ম্টো সুস্থ্য হয়েছেন ৩৮৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ জন এং হাসপাতালে চিকিৎসাধীন অঅছেন ১০ জন। আগেইর মতই জেলায় মোট মৃতের সংখ্যা ৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন