মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চ্যাম্পিয়ন লিভারপুল জিতলেও হেরেছে ম্যানসিটি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৭:৪৪ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল জিতলেও হেরে গেছে ম্যানচেস্টার সিটি। রোববার অ্যানফিল্ডে লিভারপুল ২-০ ব্যবধানে হারায় অবনমন অঞ্চলের দল অ্যাস্টন ভিলাকে। লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর প্রথম ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধে গোল পেতে কষ্ট হলেও দ্বিতীয়ার্ধের দুই গোলে ঠিকই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে ইয়ুর্গেন ক্লপের দল। বিজয়ীদের পক্ষে গোল দু’টি করেন সাদিও মানে ও তরুণ ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। ঠিক আগের ম্যাচেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে হারা লিভারপুল ৩৩ ম্যাচে জয় পেয়েছে ২৯টি। সঙ্গে দু’টি করে ড্র ও হারে তাদের পয়েন্ট ৮৯। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে দেখা যায় লিভারপুলকে। কিন্তু অ্যাস্টন ভিলার রক্ষণদূর্গ ভেদ করা যেন কষ্টসাধ্য হয়ে দেখা দেয় তাদের সামনের। অবশেষে গোলের দেখা পায় চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭১ মিনিটে ছোট ডি-বক্সের ভেতর থেকে বাম পায়ের উঁচু শটে লক্ষ্যভেদ করেন সেনেগালের ফরোয়ার্ড মানে (১-০)। চলতি লিগে এটি ১৬তম গোল। এরপর ম্যাচের ৮৯ মিনিটে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী জোন্স (২-০)। লিগে এটা তার প্রথম গোল। চলতি মৌসুমে এ নিয়ে ঘরের মাঠে ১৭ ম্যাচই জিতল লিভারপুল। আগের মৌসুম মিলে লিগে অ্যানফিল্ডে এটি তাদের টানা ২৪তম জয়।

এদিকে আগের ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুলকে উড়িয়ে দিলেও রোববার সাউদাম্পটনের মাঠ থেকে হার নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারেনি পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের প্রথমার্ধে করা গোলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলে নীচের সারির দল সাউদাম্পটন। ১৬ মিনিটে সাউদাম্পটনের ফরোয়ার্ড চে অ্যাডামস ম্যানসিটি’র গোলরক্ষক এদেরসনের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন (১-০)। শেষ চে অ্যাডামসের গোলই ব্যবধান গড়ে দেয়। লিগের প্রথম পর্বে ইতিহাদ স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল গত দুইবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি। লিগের মুকুট হারানো সিটির চলতি আসরে এটি নবম হার। ৩৩ ম্যাচে ২১ জয়, তিন ড্র ও নয় হারে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে তারা। সমান ম্যাচে ১৩ জয়, চার ড্র ও ষোল হারে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩তমস্থানে আছে সাউদাম্পটন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন