শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প ইসরাইলি পরিকল্পনা থামিয়ে দিয়েছেন : বর্গ

গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ইসরাইলি পার্লামেন্টের (নেসেট) সাবেক স্পিকার আব্রাহাম বর্গ বলেছেন, অধিকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণে ইসরাইলি পরিকল্পনাকে থামিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ইতালিয়ান দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে বর্গ বলেন, সংযুক্তিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করতে নিষেধ করেছেন ট্রাম্প। এই মুহূর্তে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা সংযুক্তি বাস্তবায়নের বিষয়ে কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সংযুক্তিকরণের পরিকল্পনা বাস্তবায়নের সময় যদি ভিন্ন কোনো দিনে হয় এমন প্রশ্নে তিনি বলেন, সংযুক্তিকরণের বিষয়ে প্রত্যাশা নির্ধারণ করা খুবই কঠিন, অসম্ভব না হলেও, কারণ এই পরিকল্পনায় স্বচ্ছতা নেই, কেউ এর বিস্তারিত জানে না। নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১ জুলাই থেকে জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সংযুক্তকরণ শুরু করবেন। এর মাধ্যমে ওইসব এলাকায় ইহুদি বসতি স্থাপন করবেন। তবে ইসরাইলি এই পরিকল্পনাকে আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যান করা হয়। মার্কিন প্রশাসনের ভিন্নমত ও আন্তর্জাতিক চাপে পরিকল্পনাটি থেমে গেছে বলে ধারণা করা হয়। আন্তর্জাতিক আইনানুযায়ী অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদিবসতি বেআইনি বিবেচনা করা হয়। এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। অপর দিকে, নতুন করে একটি গুপ্তচর (স্পাই) স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক গোয়েন্দাদের নজরদারি শক্তিশালী করতে এই স্যাটেলাইটটি চালু করেছে ইসরাইল। সোমবার এক বিবৃতিতে এ খবর জানানো হয়। যৌথ বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইসরাইল এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ জানায়, স্থানীয় সময় ভোর ৪ টায় ‘ওফেক ১৬’ নামের উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, উন্নত ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক-অপটিক্যাল স্যাটেলাইটগুলোর উৎক্ষেপণ অব্যাহত থাকবে। দেশটি একের পর এক এই স্যাটেলাইটের পরীক্ষা চলবে। স্যাটেলাইটটির মিশন নিয়ে বিস্তারিত না জানিয়ে ইসরাইল বলছে, তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পারমাণবিক কর্মকান্ড পর্যবেক্ষণ করতে ওফেক ১৬ নামক স্যাটেলাইটটি ব্যবহার করা হবে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিকল্প প্রধানমন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, ইসরাইলের নিরাপত্তার জন্য গোয়েন্দা ক্ষমতা অপরিহার্য। আমরা আমাদের প্রতিটি স্থানে ইসরাইলের সক্ষমতা দেখিয়ে যাবো। এক্সপ্রেস ট্রিবিউন, আল-জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন