শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাদকের আখড়া শতাধিক ঝুপড়ি ঘর উচ্ছেদ

রাজধানীর তেজগাঁও রেললাইন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১২:০০ এএম

মাদক সেবনের আড্ডা ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে রেললাইনের পাশের শতাধিক বস্তি ঘর উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন রেললাইনের পাশ থেকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যন্ত ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে। এসব ঘরে মাদক সেবনের আড্ডা বসতো। এছাড়া মাদক বিক্রি করা হতো। কিছুদিন আগে আমরা এখান থেকে বেশ কয়েকজনকে মাদকসহ গ্রেফতার করি। সার্বিক বিবেচনায় অভিযান চালিয়ে ঘরগুলো ভেঙে দেয়া হয়। তিনি বলেন, তেজগাঁও বিভাগে কোনো মাদকের আড্ডা থাকতে দেব না। মাদক নির্মূলের আগ পর্যন্ত এ অভিযান চলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন