মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ট্রাম্প-পত্মী মেলানিয়ার ওয়েবসাইট প্রত্যাহার
ইনকিলাব ডেস্ক : শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে বিতর্কের মধ্যে নিজের ওয়েবসাইট সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ওয়েবসাইটটিতে তিনি সেøাভেনিয়া থেকে স্নাতক সম্পন্ন করেছেন বলে লেখা থাকলেও সাবেক এই মডেল আসলে স্কুল থেকে ঝরে পড়া বলে এক পত্রিকার প্রতিবেদনে দাবির পর এই বিতর্ক শুরু হয়। গত বৃহস্পতিবার এক টুইটার পোস্টে নিজের ওয়েবসাইট সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর মেলানিয়ার ওয়েবসাইট ভিজিটরদের ট্রাম্পের ওয়েবসাইট-এ ঘুরিয়ে নেয়া হচ্ছে। টুইটার পোস্টে মেলানিয়া বলেন, ওয়েবসাইটটি ২০১২ সালে তৈরি করা হয়েছিল এবং এখন সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটি আমার বর্তমান ব্যবসায়িক ও পেশাগত আগ্রহকে যথাযথভাবে প্রতিফলিত করে না। এই পোস্টের পর আর কোনো মন্তব্য বা কোনো সুনির্দিষ্ট খুঁত চিহ্নিত করেননি মিশেল ওবামার ভাষণ থেকে মেরে দেওয়ার অভিযোগের মুখে থাকা ট্রাম্পের এই স্ত্রী। মেলানিয়ার ওয়েবসাইটে দেয়া শিক্ষাগত যোগ্যতার তথ্যের সঙ্গে সম্ভাব্য এই ফাস্ট লেডির একটি জীবনীতে শিক্ষাগত যোগ্যতার তথ্যের গরমিল নিয়ে হাফিংটন পোস্ট প্রথম প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামনে আসে। মেলানিয়ার বন্ধ হয়ে যাওয়া ওয়েবসাইটে দাবি করা হয়, সেøাভেনিয়া থেকে তিনি স্নাতক সম্পন্ন করেছেন। তবে তার জীবনীভিত্তিক বই মেলানিয়া ট্রাম্প : দ্য ইনসাইড স্টোরি’তে ঘোষণা দেয়া হয়, মডেলিং শুরুর এক বছরের মধ্যে মেলানিয়া তার দ্রুত বিকশিত হতে থাকা ক্যারিয়ারের আরও মনোযোগী হতে স্কুল ছেড়ে দেন। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন