শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাঠানকোট হামলায় জড়িত পাকিস্তান

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলার ছক কষেছিল পাকিস্তান। আমেরিকার গোয়েন্দা রিপোর্টে এমনটাই প্রকাশ করা হয়েছে। গতকাল মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টটি তুলে দেয়া হয়েছে ভারতের হাতে। সেখানে পাক লিঙ্কম্যান কাসিফ জানের সঙ্গে ৪ হামলাকারীর কথাবার্তার রেকর্ড রয়েছে। ওই হামলাকারীরা পরে সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মারা যায়। রিপোর্টে আরো বলা হয়েছে, পাঠানকোট হামলার মতো ২০০৮ সালেও জঙ্গি নেতারা মুম্বাই হামলার ছক কষেছিল পাকিস্তানে বসে। বলা হয়েছে, পাঠানকোটে হামলার সঙ্গে জড়িত ছিল ৪ জইশ জঙ্গি। তাদের বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশে। পাঠানকোট হামলার সময়ে টানা ৮০ ঘণ্টা পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর নেতাদের সঙ্গে তাদের যোগ ছিল। এদিকে, এনআইএ রিপোর্টে বলা হয়, হামলার আগে অপহরণ করা হয়েছিল এসপি সলবিন্দর সিংকেও। তারপরই একটি মোবাইল নম্বর থেকে তারা পাকিস্তানের সঙ্গে কথা বলতে থাকে। শুধু ফোনই নয় হোয়াটসঅ্যাপও ব্যবহার করা হতো দু’পক্ষের মধ্যে। আর এখন এইসব তথ্যই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন