শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলপুর পৌরসভার নামে গাড়ি থেকে চাঁদা না উঠাতে মেয়রের মাইকিং

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৫:১৯ পিএম

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় পরিবহণ থেকে পৌরসভার নামে কোন প্রকার চাঁদা উঠানো যাবে না বলে মাইকিং করেছেন ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক। সোমবার সন্ধ্যায় মেয়র ওই মাইকিং করেন। মাইকিং করে মেয়র বলেন, ফুলপুর গোল চত্বরসহ পৌর এলাকা থেকে অটো রিকসা, সিএনজি, মাহিন্দ্র,নসিমন ও করিমনসহ এ ধরনের গাড়ি থেকে ফুলপুর পৌরসভার নামে কোন চাঁদা গ্রহণ বা প্রদান করা যাবে না। তিনি অটো রিকসা, সিএনজি, মাহিন্দ্র,নসিমন ও করিমনসহ বিভিন্ন গাড়ির মালিক ও শ্রমীকদের উদ্দেশ্যে বলেন, করোনায় মানুষ খেয়ে বাঁচতে পারছে না। এর মধ্যে আবার চাঁদা। এটা যেন মরার উপর খড়ার ঘা। তোমরা কেউ পৌরসভার মানে চাঁদা দিবে না। কেউ চাঁদা দাবি করলে সাথে সাথে আমাকে বা ওসি ও এএসপিকে ফোন করে জানাবে। আমি সকলের নাম্বার দিয়ে গেলাম।

জানা যায়, ফুলপুর গোল চত্বর, বাসষ্ট্যান্ড, আমুয়াকান্দা মোড়, পয়ারী রোড ও বালিয়া মোড়ে একটি মহল দীর্ঘ দিন ধরে পৌরসভার নামে রশিদ তৈরী করে প্রকাশ্যে অটো রিকসা, সিএনজি, মাহিন্দ্র,নসিমন ও করিমনসহ বিভিন্ন গাড়ি থেকে চাঁদা নিচ্ছে। প্রকাশ্যে পৌরসভার নামে রশিদ দিয়ে এই চাঁদা উঠালেও এতদিন কেউ কিছু বলেনি। হঠাৎ পৌর মেয়র মোঃ আমিনুল হক এই চাঁদা উঠানো বন্ধের নির্দেশ প্রচার করায় অটো রিকসা, সিএনজি, মাহিন্দ্র,নসিমন ও করিমনসহ বিভিন্ন গাড়ির মালিক ও শ্রমীক খুশি হয়েছেন। সেই সাথে সাধারণ মানুষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MANIK ৭ জুলাই, ২০২০, ৫:৩৫ পিএম says : 0
ভাই আপনাকে অনেক ধন্যবাদ মেয়র আনিসুল হক
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন