মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১৬ হাজার গ্রেফতার

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্ক সরকার গত ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর প্রায় ১৬ হাজার নাগরিককে গ্রেফতার করেছে। পরিস্থিতি এখন মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। ওই ব্যর্থ অভ্যুত্থানে ২৪৬ জন সাধারণ নাগরিক ও ২৪ জন অভ্যুত্থান চেষ্টাকারী নিহত হয়েছিল। ঘটনার পর সরকার খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বলে তাৎক্ষণিক ভাষণ দেন। সিএনএনের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ ধরনের অপরাধের সমুচিত জবাব দেয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী গণগ্রেফতার, আটক ও অভ্যুত্থান চেষ্টাকারীদের হত্যার মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরদোগান। রাষ্ট্রনিয়ন্ত্রিত টিআরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, ব্যর্থ অভ্যুত্থানের সাথে জড়িত থাকার দায়ে মোট ১৫ হাজার ৮৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৭৮ জন জেনারেলসহ ১০ হাজার সামরিক বাহিনীর লোক রয়েছে। ওচিট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন