বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রংপুরে ২৪ ঘন্টায় চিকিৎসক, নার্স, পুলিশ ও ব্যাংকারসহ নতুন করে ৪১ জনের করোনা পজেটিভ শনাক্ত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৭:০৪ পিএম

গত ২৪ ঘণ্টায় রংপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চিকিৎসক, নার্স, পুলিশ ও ব্যাংকারসহ নতুন করে ৪১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১’শ ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ঐ ৪১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। তিনি জানিয়েছেন, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১’শ ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জন চিকিৎসক, ১ জন নার্স, ৫ জন পুলিশ এবং ২ জন ব্যাংকারসহ রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ৭ জন, গাইবান্ধায় ২ জন এবং লালমনিরহাটে ৬ জন জনের পজেটিভ ফল পাওয়া যায়।
এ নিয়ে রংপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১’শ ৫২ জনে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। হাসপাতাল এবং বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ্য হয়েছেন প্রায় ৭’শ ২৯ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন