বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরীক্ষার লাইনেই সন্তান প্রসব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

প্রসব বেদনা নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান ২২ বছর বয়সী এক নারী। কিন্তু করোনামুক্ত সার্টিফিকেট না দেখালে ভর্তি নেওয়া হবে না বলে হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়। তাতে অনাগত সন্তানের কথা চিন্তা করে হাসপাতালের আরেক ইউনিটে করোনা পরীক্ষা করাতে যান। কিন্তু সেখানে আগে থেকে লাইন থাকায় তার অপেক্ষা দীর্ঘ হয়। আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা অবস্থায় ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন পালাকা নামের ওই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌর রাম মনোহর লোহাই ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (আরএমএলআইএমএস) হাসপাতালে। যদিও সন্তান প্রসবের পর ওই মাকে হাসপাতাল কর্মীরা দ্রæত ওয়ার্ডে নিয়ে যান। আর ঘটনা তদন্ত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কমিটি গঠন করে দ্রæত রিপোর্ট দিতে বলা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ড. শ্রীকেশ সিং জানিয়েছেন, মা-সন্তান দুজনই সুস্থ আছেন। ওয়ান ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন