মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদীতে বিশ্বের বৃহত্তম উট হাসপাতাল উদ্বোধন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

যুবরাজ ফয়সাল বিন মিশাল রোববার বুরাইদাতে বিশ্বের বৃহত্তম উট হাসপাতাল উদ্বোধন করেছেন। উট সম্পর্কিত রোগ নির্ণয়ের জন্য সালাম ভেটেরিনারি হাসপাতালে একটি আধুনিক গবেষণা সুবিধাও থাকবে। গভর্নর বলেন, ১০ কোটি রিয়ালের প্রকল্পটি একটি জাতীয় অর্জন এবং এটি সউদীতে ভেটেরিনারি সুবিধা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রিন্স ফয়সাল ১৬০টিরও বেশি বিভিন্ন ধরনের বিশ্লেষণ পরিচালনা করার জন্য আধুনিক ডিভাইস সজ্জিত সুবিধার বিশেষায়িত কেন্দ্রীয় পরীক্ষাগারে যান। আমির একটি বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া শেডও পরিদর্শন করেছেন যা একই সাথে ৪ হাজার রাইডিং উটকেও স্থান দিতে পারে। তরুণ উটের ইউনিট, আইসিইউ, সিটি স্ক্যান ইউনিট এবং সার্জিকাল থিয়েটারের মডেল সম্পর্কে তাকে অবহিত করা হয়। হাসপাতালটি ৭০ হাজার বর্গমিটার এলাকায় অবস্থিত। হাসপাতালটি প্রতিষ্ঠার লক্ষ্যের মধ্যে রয়েছে ভ্রæণতত্ত¡ এবং ঐতিহ্যবাহী উটের গর্ভধারণের প্রক্রিয়া পরিবর্তন করা, যাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকে। বর্তমানে তারা প্রতি মওসুমে সাতটি তরুণ উট উৎপাদন করে। অধিকন্তু, হাসপাতাল উটগুলিতে ভ্রæণের উৎপাদনের হার ১০০ ভ্রæণ থেকে ৭০০-এ উন্নীত করতে অবদান রাখবে। সূত্র : আরব নিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন