শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাখাইনে প্রার্থী পাচ্ছে না এনএলডি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে সঙ্ঘাত-জর্জরিত রাখাইন রাজ্যে প্রার্থী খুঁজে পেতে বেশ সমস্যায় পড়েছে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। দলের ভাইস-চেয়ারম্যান ড. জাও মিয়ন্ত মং এ কথা ঝানান। ২০১৫ সালের নির্বাচনে এনএলডি হেরে গিয়েছিল রাখাইনের জাতিগত দল আরাকান ন্যাশনাল পার্টির (এএনপি) কাছে। এনএলডি রাজ্যের পার্লামেন্টে পেয়েছিল ২০ ভাগেরও কম আসন। বৃহস্পতিবার এনএলডির কেন্দ্রীয় কমিটির সভায় উত্তর রাখাইনে প্রার্থীদের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এখানে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সামরিক বাহিনীর যুদ্ধ চলছে। ড. জাও মিন্ত বলেন, দলের কয়েকজন সদস্য স¤প্রতি রাখাইনে প্রার্থী হওয়ার আবেদন করেছেন। জাও সাংবাদিকদের বলেন, রাখাইন রাজ্য নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আরাকান আর্মির সম্মতি ছাড়া রাখাইন রাজ্যে নির্বাচন হতে পারবে না বলে শোনা যাচ্ছে। প্রার্থী পাওয়া কঠিন। এখন রাখাইন রাজ্যে প্রার্থীরা আবেদন করতে পারেন। আমরা সব টাউনশিপে প্রার্থী খুঁজছি, আশা করি পেয়ে যাব। দি ইরাবতী, এসএএম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন