শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুই প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত

পিরোজপুরে ইউএনও অফিসে নিয়োগ চেষ্টা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

পিরোজপুর ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসে অফিস সহকারী পদে লিখিত পরীক্ষা ছাড়াই দুই প্রার্থীকে সরাসরি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দেখানো নোটিশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো.জহুরুল ইসলাম মুকুল।

এর আগে গত ১৬ মার্চ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসে দুজন অফিস সহকারী নিয়োগের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩০ মার্চের মধ্যে স্থানীয় ২৬০ জন নিয়োগ প্রার্থী নিয়োগ পরীক্ষার জন্য আবেদন জানান। পরীক্ষার উদ্দেশে তারা প্রত্যেকে ৩শ’ টাকা ব্যাংক ড্রাফটও করেন। ওই পরীক্ষায় রিটকারী পিরোজপুরের রামচন্দ্রপুর গ্রামের রবিউল ইসলামের ছোট ভাইও আবেদন জানান। তবে করোনা পরিস্থিতিতে ওই নিয়োগ প্রক্রিয়া কিছুদিনের জন্য থেমে যায়। অথচ এর মধ্যেই হঠাৎ করে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই বেআইনিভাবে প্রার্থীদের মধ্য থেকে দু’জনকে সরাসরি মৌখিক পরীক্ষার জন্য নাম চূড়ান্ত করে একটি নোটিশ জারি করা হয়। আগ্রহী প্রার্থীদের কোনো পরীক্ষার সুযোগ না দিয়ে পছন্দের দুই প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য জারিকৃত ইউএনও’র নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত আদেশ দিলেন। রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, বরিশাল জেলা প্রশাসকসহ ৪ জনকে বিবাদী করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন