শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করলো টার্কিশ এয়ারলাইনস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১১:৫৪ পিএম

ঢাকা-ইস্তাম্বুল রুটে ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট সাময়িক বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। আগে এই সময়সীমা ছিল ৩ থেকে ৭ জুলাই। মঙ্গলবার আবার তা আরো বাড়ানোর ঘোষণা দেয় তুরুস্কের বিমান সংস্থাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিমান সংস্থটি জানায়, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তুরস্ক ও দেশটির পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইনস। সাম্প্রতিক সময়ে সংক্রমণের পরিধি নিয়ন্ত্রণে আসতে থাকা দেশগুলোয় ফের বিমান চলাচলের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ। কিন্তু তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের করোনা পরিস্থিতির আকস্মিকতার পুনর্বিবেচনায় চলতি সপ্তাহে যাত্রী পরিবহনে সাময়িক বিরতি প্রদানের নতুন নির্দেশনা দেওয়া হয়। এতে ৭ জুলাইর ফ্লাইট টিকে ৭১২/৩ সাময়িক সময়ের জন্য বাতিল ঘোষণা করা হয়। এসব ফ্লাইটের যাত্রীদের পরবর্তী ফ্লাইটগুলোয় তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করবে টার্কিশ এয়ারলাইনস ঢাকা অফিস। এ জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল উন্মুক্ত করার পর তুরস্কভিত্তিক এই বিমান সংস্থা বাংলাদেশে বিমান চলাচলের অনুমতির জন্য আবেদন করে। অনুমতি না পেয়েও ১ জুলাই থেকে শুরু করে টিকিট বিক্রি। শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় ১ থেকে ৬ জুন পর্যন্ত বিক্রিত সব টিকিট বাতিল ঘোষণা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Hoque monamul ১০ জুলাই, ২০২০, ৮:৩৪ পিএম says : 0
Good news
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন