শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইইউ দেশগুলোয় সর্বনিম্ন প্রবৃদ্ধির পূর্বাভাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী অর্থনীতির দেশগুলোয় সাম্প্রতিক বাজারের পূর্বাভাস আগের তুলনায় বেশি হতাশাজনক। ফিনল্যান্ডের অর্থনীতি এই বছর ৩.৩ শতাংশ সঙ্কুুচিত হবে এবং পরের বছর মাত্র ২.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ইইউ কমিশনের অর্থনৈতিক পূর্বাভাস অনুসারে পরের বছর ইইউতে ফিনল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে সবচেয়ে কম। ফিনল্যান্ডের অর্থনীতি এ বছর ৩.৩ শতাংশ সঙ্কুচিত হবে এবং পরের বছর মাত্র ২.৮ শতাংশ বৃদ্ধি পাবে এবং ইউনিয়নের বাকী অংশটিকে পিছনে ফেলে দেবে বলে আশা করা হচ্ছে। কমিশনের মতে, ফিনল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভর করবে এবং বর্দ্ধমান বেকারত্বের ফলে বাধাগ্রস্ত হতে পারে। ফিনল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি উঠতে পারে যদি তার ব্যবসায়িক অংশীদাররা প্রত্যাশার চেয়ে দ্রুত সঙ্কট থেকে ফিরে আসে। ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনও কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ভিন্ন দৃষ্টিভঙ্গি সত্তে¡ও সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সুইডেনের কোন লকডাউন নীতি না থাকলেও এর অর্থনীতি ৫.৩ শতাংশ সঙ্কুচিত হবে এবং তারপরে ৩.১ শতাংশ প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে। অন্য অনেক ইইউ দেশের অর্থনীতি ফিনল্যান্ড এবং সুইডেনের তুলনায় আরও উল্লেখযোগ্যভাবে সঙ্কুচিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যেমন ইতালি (১১.২ শতাংশ), স্পেন (১০.৯ শতাংশ) এবং ফ্রান্স (১০.৬ শতাংশ), তাদের দ্রুত পুনরুদ্ধার ৬-৭ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে, ইইউ কমিশন পূর্ববর্তী অনুমানগুলির তুলনায় অর্থনৈতিক মন্দার বিষয়ে আরও নিরাশাবাদী পূর্বাভাস দিচ্ছে। সামগ্রিকভাবে, সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিষয়ে কমিশনের দৃষ্টিভঙ্গি পূর্বের অনুমানের চেয়ে বেশি হতাশাব্যঞ্জক। ইউরোজোনের অর্থনীতি এ বছর ৮.৭ শতাংশ হ্রাস এবং পরবর্তী বছর ৬.১ শতাংশ বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। মে মাসে প্রকাশিত পূর্বের পূর্বাভাসে ৭.৭ শতাংশের মন্দার কল্পনা করা হয়েছিল। বসন্ত পূর্বাভাস ইতোমধ্যে পূর্বাভাস দিয়েছে যে, ২০২১ সালে ফিনল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি (আনুমানিক ৩.৭ শতাংশ) ইইউ সদস্য দেশগুলির মধ্যে সবচেয়ে দুর্বল হবে, তবে নতুন সংখ্যাটি আরও দুর্বল। ইইউ কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডম্ব্রভস্কিসের মতে, করোনাভাইরাস মহামারী এবং বিধিনিষেধের ধীর রোলব্যাক সীমাবদ্ধ করার ব্যবস্থার অর্থনৈতিক প্রভাব প্রত্যাশার চেয়ে গুরুতর হয়েছে। ফিনিশ জাতীয় সম্প্রচারক ইলে ভালদিস ডম্ব্রভস্কিসের বক্তব্য উদ্ধৃত করে বলেছে, তিনি বলেন, ‘আমরা এখনও ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রযাত্রায় রয়েছি এবং সংক্রমণের উল্লেখযোগ্য নতুন মাত্রাসহ আমরা অনেক ঝুঁকির মুখোমুখি হয়েছি’। তবুও মে এবং জুনের প্রাথমিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, সবচেয়ে খারাপ সময় শেষ হয়েছে এবং বছরের শেষ দিকে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়বে বলে কমিশন জানিয়েছে। তবে, ব্লক জুড়ে অসম পুনরুদ্ধারের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন ডম্ব্রভস্কিস। দ্য নেশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন