বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহেশখালীর পাহাড়ি এলাকায় পুলিশের অভিযান, মদ ও সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৮:২৬ পিএম

মহেশখালীর উপজেলার হোয়ানক এর পাহাড়ে অবস্থানরত বাংলা মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস এর নেতৃত্বে পুলিশ ছদ্মবেশে সকাল থেকে অভিযান চালায়।

অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন হোয়ানক পুলিশ ক্যাম্পের এএসআই মালেক। তিনি জানান, পুলিশ লুঙ্গি পরে ছদ্দবেশে অভিযান চালায় দীর্ঘ তিন ঘন্টা পুলিশের শ্বাসরুদ্ধ অভিযান সফল হয়।

এতে বিপুল পরিমাণ চোলাই মদ ছোট-বড় দশটি কন্টেইনার, মদ তৈরি ব্যবহারিত মালামাল সহ দুইজনকে আটক করে পুলিশ। এদিকে পাহাড়ে গহিনে যাওয়ার জন্য মহেশখালী থানা হতে এসআই বোরহান ও এএসআই জহিরের একটি টিম এসে সংযুক্ত হন।

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন