শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা মোকাবেলায় সংসদে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনা মোকাবেলায় সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী দেয়া হয়েছে। গতকাল নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন এম আক্তার হাসান সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম নুরুজ্জামান ও প্রধান চিকিৎসা কর্মকর্তা আরিফুল হকের নিকট জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন। 

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যসহ সংসদে কর্মরত সকল ব্যক্তিবর্গের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে দুই হাজার ৮০০ পিস মাস্ক, এক হাজার ৩০০ সেট হ্যান্ড গøাভস, ১২০ পিস পিপিই, ৭০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১২০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ১১০ পিস ফেস শিল্ড, ৯ পিস আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন