শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩০ দিনে করোনামুক্ত হলেন কুষ্টিয়ার সাংবাদিক তারিক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১১:০১ এএম | আপডেট : ১২:৩০ পিএম, ৯ জুলাই, ২০২০

কুষ্টিয়ার প্রেসক্লাবের সহ-সভাপতি, জাতীয় দৈনিক কালেরকন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। গতকাল বুধবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। দীর্ঘ ৩০ দিন করোনার সাথে যুদ্ধ করে বর্তমানে সম্পূর্ণভাবে সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক তারিক। গত ৯ জুন জেলায় প্রথম সাংবাদিক হিসেবে কালেকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি তারিকুল হক তারিক করোনা পজেটিভ শনাক্ত হন। এরপর থেকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার গোশালা রোডের বাসায় অবস্থান করে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেখানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসায় ছিলেন। শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় গতকাল বুধবার তার নমুনা পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। রাতে সিভিল সার্জন কর্তৃক করোনা আপডেটে তার পরীক্ষার ফলাফল নেগেটিভ ঘোষণা করা হয়। গতকাল রাতে সাংবাদিকদের তারিকের সাথে কথা হলে তিনি বলেন-মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে মহামারী করোনা থেকে মুক্তি পেয়েছি। চিকিৎসাকালীন সময়ে তার শারীরিক খোজ-খবর নেয়া ও সহযোগিতা করার জন্য তিনি জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপার তানভীর আরাফাতসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জেষ্ঠ্য মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুসা কবির, কুষ্টিয়ার সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ৯ জুলাই, ২০২০, ৬:৩৬ পিএম says : 0
মহান সৃস্টিকরতা না বলে মহান আল্লাহ তা'আলা বলতে পারো না।? আমরা তুমাদের হাল হকিকত বুঝি। ইনশাআল্লাহ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন