মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত

নেছারাবাদ ( পিরোজপুর ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৫:০২ পিএম

নেছারাবাদ উপজেলায় নতুন করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলার ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার ১১ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এছাড়া, কৃষি ব্যাংক ডুবি শাখার একজন কর্মকর্তা, উপজেলা কৃষি বিভাগের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন।

ইসলামি ব্যাংক মিয়ারহাট শাখার ম্যানেজার আবু জাফর খান বলেন, রিপোর্ট পাওয়ার পরপরই তারা ওই ব্যাংকের শাখা লকডাউন ঘোষণা করেছেন। আগামী ১৮ তারিখ পর্যন্ত তাদের শাখাটি লকডাউন থাকবে।

৯ জুন(বৃহস্পতিবার) দুপুরে ওই তেরজনের শরীরে কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় চিকিৎসক,ব্যাংক, পুলিশ, এনজিও কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৯ জনে।

সব মিলিয়ে উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে করোনা সংক্রমন ঝুঁকির মধ্যেও শারীরিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মানছেনা অনেক মানুষ। মাস্ক ছাড়াই অবাধে চলাফেরা করছে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন