শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা মহামারিতে ১০ দেশে দিনে ১২ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে : অক্সফাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৭:১০ পিএম

করোনা মহামারিতে ১০ দেশে দিনে ১২ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে বলে অক্সফাম আশঙ্কা প্রকাশ করেছে। অক্সফাম হচ্ছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা। বৃহস্পতিবার করোনায় খাদ্য সংকট ও ক্ষুধাজনিত মৃত্যু সংক্রান্ত একটি প্রতিবেদনে এতথ্য জানায় সংস্থাটি। -বিবিসি

অক্সফামের তালিকাভুক্ত দশটি দেশ হচ্ছে, ইয়েমেন, ডিআর কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকান সাহেল, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান এবং হাইতি।
অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, গণহারে বেকারত্ব, লকডাউনের কারণে খাবার উৎপাদন কমে যাওয়া এবং খাদ্য পরিবহনে বাধা এসব কারণে বড়োরকমের অর্থনৈতিক মন্দা অপেক্ষা করছে।

এদিকে মে মাসে মহামারীর কারণে একাধিক দুর্ভিক্ষ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিপর্যয় ঠেকাতে জরুরি ভিত্তিতে কর্মসূচি হাতে নেয়ার আহ্বানও জানায় সংস্থাটির বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউএফপি ) ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন