মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনাত্তোর অনাহারে প্রতিদিন ১২ হাজার মানুষের মৃত্যু হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বব্যাপী ক্ষুধা মহামারি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছে অক্সফ্যাম ইন্টারন্যাশনাল। এই ক্ষুধার তাড়নায় প্রতিদিন বিশ্বব্যাপী ১২ হাজার মানুষ মৃত্যুবরণ করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা। যা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সংখ্যার থেকেও বেশি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন ১০ হাজার মানুষের মৃত্যু ঘটেছে ২০২০ সালের এপ্রিলে।

‘ক্ষুধা ভাইরাস’ এর আক্রমণে ১২ কোটি বিশ লাখ মানুষ ক্ষুধার জ্বালায় ভুগবে। মহামারির কারণে যে সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয় তৈরি হবে তাতে বেকারত্ব, খাবার তৈরি ও সরবরাহে বাধা ও ক্রমহ্রাসমান সহায়তার কারণে এমন পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য অক্সফ্যামের।
অক্সফ্যামের অন্তর্বর্তীকালীন এক্সিকিউটিভ ডিরেক্টর ছেমা ভেরা বলেন, সঙ্ঘাত, আবহাওয়া পরিবর্তন, বৈষম্য এবং একটি ভাঙা খাদ্য ব্যবস্থার প্রভাবের সাথে লড়াই করা লাখ লাখ খাদ্য উৎপাদনকারী ও শ্রমিককে করোনাভাইরাস ইতিমধ্যে দরিদ্র করে তুলেছে।

ব্রিফিংয়ে বলা হয়, ক্ষুধার হটস্পট যেমন ভেনিজুয়েলা বা সাউথ সুদানের মতো দেশগুলোতে খাবারের সঙ্কট আরো তীব্র হচ্ছে, মহামারির কারণে সেটা আরো চ‚ড়ান্ত রূপ ধারণ করবে। মধ্য আয়ের দেশ যেমন ভারত, সাউথ আফ্রিকা, ব্রাজিলেও অনেকেই ভঙ্গুর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ১ কোটি ২১ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ৫ লাখ ৫২ হাজারেরও বেশি মানুষ। আর সুস্থ হয়েছে ৭০ লাখ ৭১ হাজারের বেশি জন। সূত্র : বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Kbmtareq Salahuddin ১০ জুলাই, ২০২০, ১:২৯ এএম says : 0
Inna lillahay owa inna elihay rajayoun
Total Reply(0)
Azizur Rahman ১০ জুলাই, ২০২০, ১:২৯ এএম says : 0
অসুবিদা নাই আমার চেয়ার টা তাকলে ই হবে
Total Reply(0)
Alamin Rashid Joynul Abedin ১০ জুলাই, ২০২০, ১:৩০ এএম says : 0
মহান আল্লাহ্ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সকলের রিজিক নির্ধারণ করে রেখেছেন
Total Reply(0)
Md Jashim ১০ জুলাই, ২০২০, ১:৩০ এএম says : 0
কত দিন পর্যন্ত?
Total Reply(0)
তাসফিয়া আসিফা ১০ জুলাই, ২০২০, ১:৩০ এএম says : 0
এদের কাজ শুধু মানুষকে ভয় দেখানো।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন