বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আমরণ অনশনে শিক্ষানবিশ আইনজীবীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১২:০০ এএম

লিখিত এবং ভাইভা পরীক্ষা ছাড়াই সনদের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া অনশনে অংশ নেয়া ৭ শিক্ষানবিশ আইনজীবী অসুস্থ হয়ে পড়েছেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে ও সুপ্রিম কোর্ট চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একইদিন বিকেল থেকে সুপ্রিম কোর্ট চত্বরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। অনশনে অংশ নেয়া শিক্ষানবিশরা জানান, করোনার প্রকোপের কারণে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত ও ভাইভা মওকুফ করে আইনজীবী হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান অংশগ্রহণকারীরা।
প্রসঙ্গত চলতি বছর প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ১২ হাজার ৮৪৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অপেক্ষায় আছেন। এছাড়াও ৫০ হাজারেরও বেশি শিক্ষানবিশ আইনজীবী পরবর্তী এমসিকিউ পরীক্ষায় অংশ নেয়ার জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ পাঁচ বছরে একটি মাত্র এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন হওয়ায় এবং বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে শিক্ষানবিশ আইনজীবীরা মানবেতর জীবনযাপন করছেন। আন্দোলনকারীদের একজন বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তকরণ এনরোলমেন্ট প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষায় ২০১৭ সালের ২১ জুলাই এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তীর্ণ হই। প্রায় তিন বছর বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন