মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে ৫৪ জনের করোনা শনাক্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১১:২৫ এএম

রাজশাহীর দুইটি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে মোট ৯৮ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে রাজশাহী জেলার ৫৪জন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে বৃহস্পতিবার (৯জুলাই) রাতে ৪৭ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ৪৫ জন রাজশাহী জেলার, নওগাঁর একজন ও একজন নাটোরের।

তিনি জানান বৃহস্পতিবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ। রাজশাহী জেলার ৪৫ জনের মধ্যে তানোর উপজেলার ৩জন, বাগমারা উপজেলার ১জন। আর নগরীর আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের চিকিৎসক ১জন, সিনিয়র স্টাফ নার্স ৮জন, পুলিশের সদস্য ৭জন। শনাক্তদের সকলেই রাজশাহী নগরীসহ রামেক হাসপাতাল ও মিশন হাসপাতালে অবস্থান করছেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ১৭৯টি নমুনা পরীক্ষা শেষে মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৯, চাঁপাইনবাগঞ্জের ৩৪ ও নাটোরের ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের ল্যাবে যাদের করোনা শনাক্ত হলো- রামেক হাসপাতালের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম (২৪)। রামেক হাসপাতালের নার্স সুলতান ইয়াসমিন (৩৫), নার্স সুলতানা পারভিন (২৮), নার্স মুরশিদা খাতুন (৩০), নার্স শিরিন খাতুন (২৬), নার্স নুর নাহার খাতুন (২৯), নার্স তানজিলা খাতুন (৩০), নার্স সাইফুর রহমান (৩৫), নার্স সবুজ রানা (২৯)। রামেক হাসপাতালের রাঁধুনি শাহিনা খাতুন (৩০), রামেক হাসপাতালের এমআইএসএস জোসনা খাতুন (৪২), এমআইএসএস জোসনা রানি (৪২), এমআইএসএস অনুপ কুমার দাশ (২৬)। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের নার্স মাহবুব আলম (৩৭)।
রামেক হাসপাতালে ভর্তি রোগী ববি (২৬), বেলাল (৫০), মিশন হাসপাতালের রোগী সোহাগী (৫০), বড়বাড়িয়া এলাকার লতিফা বেগম (৬০), নওগাঁর বানু বেগম (৫০), নাটোরের মাইনুদ্দিন (৫৫)।

পুলিশ হাসপাতালের জুবায়ের ইসলাম (২২), পুলিশ লাইনের আব্দুল্লাহ, আরএমপি’র শফিকুল ইসলাম (৪৪), পুলিশ হাসপাতালের মুকুল হোসাইন, খুরশেদ আলম (৩৪), শাহেদ (২৪), তরিকুল (৪১), কুতুবুল আলম (৩৭)।
রাজশাহী নগরীর বাসিন্দারা হলেন, ঘোরামারা এলাকার আবু মাসুদ (৫৭), ২৬ নং ওয়ার্ডের আসাদুজ্জামান (৫৫), ২৩ এর মাহাবুব আলম (৩৭), ২১ এর হোসনে আরা (৪২), ২৬ এর রইস উদ্দিন (৫৪), ১৯ এর আসিফ (২৩), ৪এর আব্দুল রশিদ (৪৩), ১৫ এর শাওন (২৪), ২৫ এর উম্মে মাহাবুব (৩৫), ২ এর আল তইয়ব খান (৩৫), ২১ এর গোলাম মোস্তফা (৩০), ২১ এর সারোয়ার হোসেন (২১), ২১ এর আইনুল হক (৪৮), ১৪ এর ফারহানা রহমান (২৫), ১৫ এর জিন্নাত আরা (৪২), সুবরনা (২৫)।
তানোরের আফসার আলী (৪২), তানোরের আফসানা (৪), তানোরের রাজু (৩৭), বাগমরারার এনামুল (৩৬)।
রামেক ল্যাবে করোনা শনাক্ত হলো যদের- রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার আক্রান্তরা হলেন, রনি (৩২), রবিউল (৪০), দেলোয়ার (৩৩), আসানি সাহরিন (৫০), সাইদুর রহমান (৭২), বাপ্পি (৫০), ডা. শামিম আহসান (৪৮), ডা. এএফএম শাকিউল (৩৫) এবং আলমগীর (৩০)।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার আক্রান্তরা হলেন, ইকবাল কাদের (৩২), সাদিয়া (১২), শিরিন (৩০), রাকিব (৪০), মানহা (৭), আবদুর রহমান (৩৫), মনিমুল (৫), জাহিদুল (৩৫), রনি (৩৪), আতাউর রহমান (৫৩), মাসুমা জেসমিন (৩০), সাবিত (২), সোহেল রানা (২৪), আতাউর রহমান (৩২), ইকবাল আব্বাসী (৩৭), ডা. পলিন (৪১), হাদিউজ্জামান (২৮), নিরু (৫০), আব্দুল­াহ আল হোসাইন (৩১), হাসান (৩২), তাহমিদা (২২) এবং আমির আলী (৩৬), শিবগঞ্জের শরিফুল (২২), আসাদুজ্জামান (৬৩), মনিরুল (৩০), আজাহারুল (৫৮), আয়েশা খাতুন (৩৪), মোরশেদুল (৩৮), মনিরুল ইসলাম (৪৬), আবদুল রাকিব (৪২), আবদুর রাজ্জাক ৪৫), গোমস্তাপুরের শফিকুল (৫৫), রাসেল (৩৬), নাচোলের রায়হান (২৬) এবং ভোলাহাটের রুবেল (৩২)।
নাটোর জেলার আক্রান্তরা হলেন, সিংড়ার আজাদ (৬৫), বাগাতিপাড়ার সোহাগ রানা (২৭), সদরের শাহিনুর (৪১), আরিফুল (৩২), ভুলন (৩৩), মাসুদ রানা (৩৫) এবং লালপুর উপজেলার নুরুজ্জামান (৫২)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন