মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাহারা খাতুনের মৃত্যুতে নেটিজেনদের শোক

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১২:৫৩ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন তারা। তার বিভিন্ন অবদানকে তুলে ধরে করছেন স্মৃতিচারণ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহারা খাতুন মারা যান। ৬ জুলাই এয়ারএম্বুলেন্সে করে থাইল্যান্ড নেয়া হয় তাকে। এরআগে বার্ধক্যজনিত কারণে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সাহারা খাতুন ঢাকা-১৮ আসন থেকে পরপর তিনবার নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ফেইসবুকে ইয়াসমিন জাহান তারিন লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ্ তাকে বেহেস্তবাসী করুন।’’

শাহীন আজমাল লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সাহারা খাতুন আপাদমস্তক একজন আওয়ামীলীগ নেত্রী ছিলেন। জীবনের শুরু থেকে শেষ মুহুর্ত পর্যন্ত আওয়ামীলীগের আদর্শ ধারন করে গেছেন।বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আত্নার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’’

সজল চৌধুরী লিখেছেন, ‘‘জাতির পিতার আদর্শের নিবেদিত প্রাণ এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ও রাজপথের সাহসী সৈনিক বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড সাহারা খাতুনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বিদেহী আত্মার শান্তি কামনা করি।’’

আবুল মোনসুর লিখেছেন, ‘‘আওয়ামী লীগের চরম দুঃসময়ে মাঠে থাকা এক সাহসী যোদ্ধা ছিলেন সাহারা খাতুন। আমরা তাকে হারিয়ে গভীরভাবে শোকাহত, আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি পরম করুণাময় যেন এই মহান নেত্রীকে বেহেস্ত নসিব করেন। আমিন।’’

মো. এনামুল হক শাহিন লিখেছেন, ‘‘প্রিয় নেত্রী এডভোকেট সাহারা খাতুন তোমার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তোমার প্রয়ানে আমরা গোটা বাঙালি জাতি শোকাভিভূত। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুন। আমিন।’’

আবু জাহিদ সেলিম লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি, মহান আল্লাহ্ তা'য়ালা তাঁকে জান্নাতুল ফোরদৌস নসীব করুন...আমিন।’’

আবু আখতার লিখেছেন, ‘‘বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েছেন একজন সৎ, একনিষ্ঠ, ন্যায় পরায়ণ, সত্যবাদী, বিস্বস্ত, সাহসী, দেশ ও দলকে ভালোবাসার, দলের কর্মীদের সাহস দানকারী, নিরহংকার, নির্লোভী, কর্মীকে। মহান আল্লাহ্ ওনাকে জান্নাত দান করুন। আমিন।’’

নাসির উদ্দিন লিখেছেন, ‘‘সৎ, ত্যাগী মানুষ পাওয়া যেখানে দুষ্কর সেখানে জাতী একজন সৎ মানবিক রাজনৈতিক নেতাকে হারালো, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন।’’

শাহানুর লিখেছেন, ‘‘সাহারা খাতুন এর ঋন আওয়ামী লীগ কখনো শোধ দিতে পারবেনা। ওনি আর্থিক সম্পদ গড়েননি, বরং নিজের ধন সম্পদ বিলিয়ে দিয়েছেন দলের জন্য।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন