শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় আরও ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১:১৯ পিএম

নওগাঁয় নতুন করে আরও ৩৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, মহাাদবপুর উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ৬ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, নিয়ামতপুর উপজেলায় ৭ জন, সাপাহার উপজেলায় ৪ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২৬ জন-এ। এদিকে মহাদেবপুর উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলারয় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জন-এ।
গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ১০৪ জনকে হোমে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ১০ জন, মান্দা উপজেলায় ১ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ২৬ জন এবং পোরশা উপজেলায় ৫ জন।
এই সময়ে মোট ছাড়পত্র দেয়া হয়েছে ৯২ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১৭২৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২৫ জন এবং মোট সুস্থ্য হয়েছেন ৪৫৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন