শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে হাসপাতাল তথ্য বাতায়ন চালু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রামের সরকারি- বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো থেকে সেবা প্রাপ্তির অনলাইন প্ল্যাটফর্ম ‘হাসপাতাল তথ্য বাতায়ন’(িি.িযড়ংঢ়রঃধষভরহফবৎ.রহভড়) চালু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, হাসপাতাল-ক্লিনিক সার্ভিলেন্স কমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
হাসপাতাল তথ্য বাতায়ন হলো সকল হাসপাতাল ও জরুরি স্বাস্থ্য সেবা বিষয়ক তথ্য ভান্ডারের অনলাইনভিত্তিক একটি সিঙ্গেল প্ল্যাটফর্ম। এটি করোনাকালে জনগণের স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় ও কাঙ্খিত হাসপাতাল বা ক্লিনিকের সেবা সম্পর্কিত তথ্য সঠিক সময়ে পৌঁছে দেয়া এবং হাসপাতাল-ক্লিনিক গুলোর সেবা প্রাপ্তির একটি উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে বলে জানান কর্মকর্তারা।
এর মাধ্যমে চট্টগ্রামে কোভিড ১৯ সংক্রান্ত টেস্টিং, ফলাফল, চিকিৎসার জন্য ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এবং হাসপাতাল, ফিল্ড হাসপাতাল, আইসোলেশন সেন্টারসহ সব চিকিৎসা সুবিধা সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন