বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনামুক্ত হয়ে বিএমপির ৮৫ জন কাজে ফিরলেন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে আরো ৫১ জন কর্মস্থলে যোগ দিয়েছেন। এর আগে করোনা থেকে সুস্থ হয়ে গত ২৪ জুন ৩৪ জন কর্মে যোগ দেন। এনিয়ে বিএমপি’র মোট ৮৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে কর্মস্থলে ফিরলেন। বিএমপি’র মোট ২১৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিএমপি সূত্র জানায়, ২১৮ জন চিকিৎসাধীন অবস্থায় পুন:নমুনা পরীক্ষায় এ পর্যন্ত ১৫৩ জনের রিপোর্ট নিগেটিভ হয়েছে। তারমধ্যে ৮৫ জন কর্মস্থলে যোগদান করলেও অপর ৬৮ জন পরবর্তী ১৪ দিনের হোম কোয়ারিন্টানে আছেন।
বরিশাল নগর পুলিশের প্রথম করোনা পজেটিভ হন অতিরিক্ত পুলিশ কমিশনারের (উত্তর)-এর গাড়ি চালক। তারপর অতিরিক্ত কমিশনার ও কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুলসহ পর্যায়ক্রমে ২১৮ জন সদস্য আক্রান্ত হন।
বিএমপি’র কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ বিষয়ে জানান, করোনা প্রাদুর্ভাবের শুরুতেই পুলিশ বাহিনীর সদস্যরা ফ্রন্ট লাইনে থেকে কাজ করেছেন। মহানগর পুলিশ লকডাউন কার্যকর, ঈদের বাজারে জনসমাগম রোধ এবং নগরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত দায়িত্ব পালন করায় ২১৮ সদস্য করোনায় আক্রান্ত হন।
এদিকে বিএমপি’র পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিসহ সুস্থ থাকার লক্ষ্যে তাদের নিয়মিত প্যারেডের বাইরে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন