শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় নতুন করে আরো ৪০ জন করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টর | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ২:১৫ পিএম

কুষ্টিয়ায় নতুন করে আরো ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ১০ জুলাই শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জেলা প্রশাসক থেকে জানানো হয়, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১০ জুলাই ২০২০ মোট ২৪৫ টি স্যাম্পলের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১০২ টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৮ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালি উপজেলার ৩ জন, খোকসা উপজেলায় ১ জন ও মিরপুর উপজেলায় ৩ জন মোট ৪০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৮ জনের ঠিকানা হাউজিং বি ব্লক ১ জন, আদর্শপাড়া ১ জন, লাহিনী বটতলা ১জন, দহকুলা ১ জন, আমলাপাড়া ৩ জন, মজমপুর ১ জন, মিলপাড়া ১ জন, এবি ব্যাংক ১ জন, ঢাকা ঝালুপাড়া ১ জন, কবুরহাট ১ জন, কালিশংকরপুর ৩ জন, কমলাপুর ১ জন, কুমারগাড়া ২ জন, জগতি ২ জন, চৌড়হাস ২ জন, উত্তর আমলাপাড়া ১ জন, পূর্ব আইলচারা ১ জন, এনএস রোড ৩ জন, আলি ইমাম লেন ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা আল্লারদরগা ২ জন, তারাগুনিয়া ১ জন, মাস্টারপাড়া ১ জন, দক্ষিণপাড়া ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা মিরজানগর, খুসাবাড়িয়া ও বালিয়াশিশা। খোকসা উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা ওসমানপুর। কুমারখালি উপজেলার আক্রান্ত ৩ জনের ঠিকানা চরবানিয়াপাড়া, মধুপুর ও গর্তা। জেলা প্রশাসন থেকে জানানো হয়, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন