মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামে আবারো নদ-নদীর পানি বৃদ্ধি শংকিত নদী পাড়ের মানুষজন

কুড়িগ্রামে আবারো নদ-নদীর পানি বৃদ্ধি শংকিত নদী পাড়ের মানুষজন | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ২:৩০ পিএম

কুড়িগ্রামে আবারো ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। প্লাবিত হয়ে পড়ছে নদ-নদীর অববাহিকার নি¤œাঞ্চলসহ চরাঞ্চলগুলো। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙ্গন। হুমকীর মুখে পড়েছে জেলা সদরের হলোখানা ইউনিয়নের ভেরভেরি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধ রক্ষার দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয়রা।

এদিকে প্রথম দফা বন্যার পানি নেমে যেতে না যেতেই আবারো পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলসহ নি¤œাঞ্চলের মানুষজন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানায়, গেল ২৪ ঘন্টায় তিস্তা কাউনিয়া পয়েন্টে ৩১সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলায় ১৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে ১৯সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৪সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদ-নদীর পানি বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার আশংকা দেখা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন